Abstract:
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর (১৯৫৬-১৯৯১) কাব্য রচনার সময়কাল ১৯৭৪ থেকে ১৯৯১ সন পর্যন্ত। এর মধ্যে পনের বছর কম বেশী সামরিক শাসন কবলিত বাংলাদেশের সমাজ-রাজনীতি-অর্থনীতির স্থবির কাল। রাজনীতির হাত পরিবর্তন হয়েছে মাত্র। পাকিস্তানি স্বৈরশাসন থেকে যে আশায় বাঙালী একদিন সর্বস্ব বিলিয়ে দিয়ে ঝাঁপিয়ে পরেছিল শক্তিশালী হানাদার বাহিনীর বিরুদ্ধে; স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশে সে প্রাপ্য বাঙালী পায়নি।-----------------