Abstract:
জগৎ ও জীবন সম্পর্কে মানব মনের সৃষ্টিশীল ভাবনা-কল্পনাই সাহিত্যের নানা রূপে প্রকাশিত। সাহিত্য জীবনের কথা বলে। জীবন চলার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। সাহিত্যকে মোটামুটিভাবে দুই ভাগে ভাগ করা যায়, একটি হল উচ্চ-শৈলীর সাহিত্য বা অভিজাত সাহিত্য এবং অন্যটি হল সাধারণ মানুষের সৃষ্ট লোকসাহিত্য। এই সাহিত্যে লোকসমাজের আশা-আকাঙ্খা ও স্বপ্ন-কল্পনার কথা থাকে, থাকে তাদের ইহজাগতিক ও আধ্যাত্মিক জীবনের কথা। অভিজাত সাহিত্যের আঞ্চলিক স্বাতন্ত্র্য তেমন একটা চোখে পড়ে না, তবে লোকসাহিত্যের একটা আলাদা আঞ্চলিক বৈশিষ্ট্য থাকে। সেদিক থেকে রাজশাহী অঞ্চলের লোকসাহিত্যও বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে খানিকটা স্বাতন্ত্র্য দাবি করে। লোকসাহিত্য মৌখিক ধারার সাহিত্য, যা অতীত ঐতিহ্য এবং বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়। ............